বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শার্শার উলাশি ইউনিয়নে এ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঝাড়ু মিছিলে কয়েকশ’ নারী অংশ নেয়।
শার্শার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক অলোক সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন প্রমুখ।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি ধর্ম সভায় দলীয় কোন্দলের জের ধরে উলাশী ইউনিয়নের জিরানগাছা গ্রামের আওয়ামী লীগ নেতা হাসান মেম্বার ও তার লোকজন পিটিয়ে হত্যা করে বিপ্লবকে। এ ঘটনায় পরেরদিন হাসান মেম্বারকে প্রধান আসামি করে ১৪ জনের নামে মামলা হয়। এ পর্যন্ত রাজু নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিপ্লব নাভরণ ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্র এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও উলাশি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি,২০১৭
এজেডএইচ/আরএ