শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শাহীন জাতীয় পর্যায়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানার সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সদস্যরা কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীনকে গণসংবর্ধনা দেন।
এসময় বক্তব্য রাখেন- জিনজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান আলী ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গণি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরবি/