বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, এখন থেকে ২৫ মার্চকে রাষ্ট্রীয় মর্যাদায় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
বাণিজ্যমন্ত্রী বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান জুনায়েদ আহমেদের লেখা ‘ক্রিয়েশনস অব বাংলাদেশ: মিথস এক্সপ্লোডেড’ শীর্ষক বইটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা করা হয়েছে। একইসঙ্গে বইয়ের পাতায় পাতায় মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে যুদ্ধ, গণহত্যা, নারী নির্যাতন, ব্যভিচার ও অগ্নিসংযোগের জন্য বাংলাদেশিদের দায়ী করা হয়েছে।
‘এ কারণে বইটি বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। বইটি আমরা বাংলাদেশে বাজেয়াপ্ত করারও সিদ্ধান্ত নিয়েছি। এটি পাকিস্তানের আইএসআই বাংলাদেশের দূতাবাসে পাঠিয়েছে। আমার এর ধিক্কার জানাই। ’
বাংলাদেম সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএম/এইচএ/