ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণে ইসি

ঢাকা: কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আগামী ১৮ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই দায়িত্ব নেওয়ার পরপরই একজন নির্বাচন কমিশনারকে নির্বাচনী এলাকা পর্যবেক্ষণে পাঠিয়েছে সংস্থাটি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন নির্বাচনী এলাকা পর্যবেক্ষণে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আকাশ পথে চট্টগ্রাম পৌঁছেছেন। রাতে সার্কিট হাউজে অবস্থানের পর শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সড়ক পথে তিনি রাঙ্গামাটি যাবেন।

তিনি নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ ছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিকেলেই ঢাকার উদ্দেশে রওয়ানা হতে চট্টগ্রাম ফিরে আসবেন।

শাহাদাত হোসেন এ বিষয়ে বাংলানিউজকে বলেন, আমরা সব নির্বাচনকেই সমান গুরুত্ব দিচ্ছি। তাই এ সফর যাওয়া।

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান, বিএনপির মো. ওমর আলী ও স্বতন্ত্র থেকে মো. আজিজুর রহমান আজিজ, মো. সেলিম উদ্দিন ও সুজিত চাকমা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান কমিশনের অধীনে ৬ মার্চ রয়েছে সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন রয়েছে। আর তারপর ২২ মার্চ রয়েছে গাইবান্ধ-১ আসনের উপ-নির্বাচন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।