বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সিরাজ চৌধুরী মার্কেটে অভিযান চালায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএসসি পরীক্ষার্থীদের নকলে সহায়তার উদ্দেশে প্রশ্নপত্র সমাধান করার দায়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৯ (গ) ধারায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় উপস্থিত ছিলেন মিরপুর থানার এসআই কাজী জুবাইর প্রমুখ।
আনোয়ার হোসেন নিশি পৌরসভার ৭ নং ওয়ার্ড নওপাড়া মহল্লার মৃত ইছাহক আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএ