ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নকল সরবরাহের দায়ে ১ ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
নকল সরবরাহের দায়ে ১ ব্যক্তির কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহকালে আনোয়ার হোসেন নিশি (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সিরাজ চৌধুরী মার্কেটে অভিযান চালায়।

এসময় পরীক্ষা চলাকালীন পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও উত্তর পত্রসহ আনোয়ার হোসেন নিশিকে হাতে নাতে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএসসি পরীক্ষার্থীদের নকলে সহায়তার উদ্দেশে প্রশ্নপত্র সমাধান করার দায়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৯ (গ) ধারায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় উপস্থিত ছিলেন মিরপুর থানার এসআই কাজী জুবাইর প্রমুখ।

আনোয়ার হোসেন নিশি পৌরসভার ৭ নং ওয়ার্ড নওপাড়া মহল্লার মৃত ইছাহক আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।