ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
ভোলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৫

ভোলা: ভোলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, দস্যু, ডাকাতি ও ইভটিজিংসহ জিআর-সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন বাংলানিউজকে জানান, জেলা সদরের মডেল থানা, দৌলতখান, বোরহান উদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, লালমোহন, চরফ্যাশন, দক্ষিণ আইচা ও শশীভুশন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।