ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বগুড়ায় গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া: বগুড়া সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা এবং ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় জব্দ করা হয় ৬শ’ গ্রাম গাঁজা ও ৭০ বোতল ফেনসিডিল।

আটক দুই মাদক ব্যবসায়ী হলো, বগুড়া সদর উপজলার মালগ্রাম দক্ষিণপাড়ার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রনি (৩০) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফেসকারঘাট গ্রামের মোজাহার আলীর ছেলে এনামুল হক (৩২)।
 
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৬শ’ গ্রাম গাঁজাসহ মো. রনিকে আটক করে।
 
অপরদিকে দুপুরে শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭০ বোতল ফেনসিডিলসহ এনামুল হককে আটক করে র‌্যাব।
 
এসব ঘটনায় বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।