আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় শত কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে পাট থেকে সুতা তৈরির ওই কারখানার ড্রাস্টার রাখার গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে তা সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ইপিজেট এলাকার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় শত কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ওই কারখানার ম্যানেজার অ্যাডমিন মেজর (অব.) এ কে এম আজাদ বাংলানিউজকে জানিয়েছেন। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন, মির্জাপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহাদৎ হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএ