তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জন্য আবাসন ব্যবস্থা ‘মানবপল্লী’ গড়ে তোলা, বৃদ্ধাশ্রম নির্মাণ ও সামাজিক কর্মকাণ্ডে গুরুপ্তপূর্ণ অবদান রাখায় ভারতভিত্তিক সংগঠনটি তাকে মনোনীত করেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এক অনুষ্ঠানে তার হাতে সম্মানসূচক অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নিতে ইকবালুর রহিম আগামী ২২ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।
তিনি জানান, দিনাজপুর সদর উপজেলায় ‘মানবপল্লী’ বাঙ্গিবেচা আশ্রয়ণ প্রকল্প ২০১১-১২ সাল মেয়াদে বাস্তবায়িত হয়েছে। সেখানে ২৫টি ব্যারাকে ১২৫টি ঘরে ২০১২ সালের ১৭ আগস্ট থেকে ২৫০ জন বসবাস করছে।
ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক বিভিন্ন ক্যাটাগরিতে সংস্কার ও সৃজনশীলতার জন্য ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসকে/এটি