তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধার করায় ট্রেন চলাচল এখন স্বাভাবিক। আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় মাইজগাঁও রেলওয়ে স্টেশনে সার বহনকারী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগিটিকে উদ্ধার করলে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয় বলে জানান স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান।
** সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনইউ/এসআরএস/আরআই