বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মাজেদ ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল মাজেদকে গ্রেফতার করা হয়। মাজেদের নামে কলারোয়া ও শার্শা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল আলম পলাশ বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত মাজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজেডএইচ/আরবি