মৃত দেবজিতের মামাতো ভাই হিমেল কর্মকার জানান, বনানীতে সে একটি আইটি ফার্মে চাকরি করতো। তারা তেজগাঁওয়ে ফার্মগেট মনিপুরী পাড়ার শেলটেক টাওয়ারের ২য় তলায় ভাড়া থাকে।
তিনি জানান, আমরা সংবাদ পেয়ে দেবজিতের বাসায় গিয়ে দেখতে পাই তার রুমের দরজা বন্ধ। নকল চাবি দিয়ে দরজা খুলে দেখতে পাই ফ্যানের সাথে রশি বাঁধা এবং সে বিছানার উপর পড়ে আছে।
মুমুর্ষ অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ফুফা শ্রী উত্তম জানান দেবজিতের প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙ্গে পরে। প্রায় সময়ই সে একা থাকতো। এমনকি অফিসেও যেত না।
ঢামেক জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মইনুল হক জানান, মৃত ব্যক্তির স্বজনদের মাধ্যমে জানতে পারি সে গলায় ফাঁস লাগিয়ে ছিলো। আমরা গলায় ফাঁসের দাগও পেয়েছি।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক মছিউর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরআই