ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া প্রেসক্লাবে সোয়া ৫ কোটি টাকার বাজেট উপস্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বগুড়া প্রেসক্লাবে সোয়া ৫ কোটি টাকার বাজেট উপস্থাপন

বগুড়া: বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সোয়া ৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। প্রেসক্লাব ভবন নির্মাণসহ চলতি বছরে বিভিন্ন খাতের আয়-ব্যয় উল্লেখ করে এ বাজেট উপস্থাপন করা হয়।
 

এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে নির্বাহী কমিটির প্রথম সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
 
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আরিফ রেহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি যাহেদুর রহমান যাদু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন,  নবনির্বাচিত সহ-সভাপতি জিয়া শাহীন, মীর্জা সেলিম রেজা, আব্দুস সালাম বাবু, যুগ্ম সম্পাদক জি এম ছহির উদ্দিন সজল, নাজমুল হুদা নাসিম, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাহিত্য সম্পাদক এইচ আলিম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম মুক্তা, নির্বাহী সদস্য রেজাউল হাসান রানু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আমজাদ হোসেন মিন্টু, মহসিন আলী রাজু, জেএম রউফ, তানসেন আলম, লিমন বাসার, সাজ্জাদ হোসেন পল্লব, সবুর আল মামুন।
 
সভায় বিভাগীয় সম্পাদকরা বাজেট উপস্থাপন করেন। ভবন নির্মাণের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
 
প্রসঙ্গত, আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া প্রেসক্লাব ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করবেন।
 
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সোমবার (২০ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা, দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পপমাল্য অর্পণের সিদ্বান্ত নেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমবিএইচ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।