নিহত ঊষা রানী শীল (৭৫) উপজেলার রামসিদ্ধি গ্রামের মৃত নিত্য নারায়ণ শীলের স্ত্রী। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রামসিদ্ধি থেকে ঊষা রানী টরকী বন্দরে যাচ্ছিলেন।
কসবা নামক স্থানে মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে মোটর সাইকেল ফেলে আরোহীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে ঊষা রানীকে উদ্ধার করে গৌরনদী ও পরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএস/এমআইএইচ২/জেএম