বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের আলম হোসেনের ছেলে রনি হামছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে রনি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমথ্যে একটি মাটিভর্তি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরআর/জেএম