ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে উচ্ছেদকালে সংঘর্ষের মামলায় আসামি প্রায় ১৫০০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বরিশালে উচ্ছেদকালে সংঘর্ষের মামলায় আসামি প্রায় ১৫০০

বরিশাল: বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সংঘর্ষে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৬ জন নামধারীসহ অজ্ঞাতনামা ১৪০০ থেকে ১৫০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বাদী হয়ে একই থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সরকারি কাজে বাধাদান এবং পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

রাত সোয়া ১২টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

সিটি করপোরেশনের কর্মীরা বৃহস্পতিবার দুপুরে নগরের কাউনিয়া হাউজিং ও বিসিক নগর সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে স্থানীয় দখলদাররা তাতে বাধা দেয়।  

স্থানীয়রা সিটি করপোরেশন (বিসিসি) কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে লাঠিচার্জ করে ও ১৪৩ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।  

এ ঘটনায় ৮ পুলিশ সদস্য ও বিসিসি’র ৭ কর্মীসহ অন্তত ২০ জন আহত হন।  

ওই সময় আব্দুল খালেক, দেলোয়ার, অহিদুল, শাহ্ আলম ও  শহিদুল ইসলামসহ পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএস/এমআইএইচ/জেএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।