বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, এডহক কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এম এনামুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য একেএম যোবায়ের, মেজবাহ উল হক মিঠু, ফুয়াদ হোসেন; সাংবাদিকদের মধ্যে আবুল হাসেম, মনিরুজ্জামান চৌধুরী, আমিরুল ইসলাম হারুন, আবু নাছের মঞ্জু, মাহবুবুর রহমান, জামাল হোসেন বিষাদ, মির মোশাররফ হোসেন মিরন, লিয়াকত আলী খান, গোলাম মহিউদ্দিন নসু, এম সালাউদ্দিন, ফয়জুল ইসলাম জাহান, মাসুদুর রহমান শিপন, আলাউদ্দিন শিবলু ও অহিদ উদ্দিন মুকুল প্রমুখ।
বক্তারা নোয়াখালী প্রেসক্লাবকে জেলায় কর্মরত জেলায় কর্মরত সাংবাদিকদের জন্যে উন্মুক্ত করে দেয়ার লক্ষ্যে এডহক কমিটির নেতৃত্বে গ্রহণযোগ্য একটি গঠনতন্ত্র প্রণয়ন এবং স্বচ্ছতার সাথে সাংবাদিকদের তালিকা তৈরির পর নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেন।
গত ২৯ ডিসেম্বর নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সহিংসতার আশংকায় আগের দিন নির্বাচন কমিশনার অধ্যাপক কাজী মুহাম্মদ রফিক উল্লাহ পদত্যাগ করায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।
১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত নোয়াখালী প্রেসক্লাবের বর্তমান সদস্যসংখ্যা ২২ জন। জেলায় কর্মরত অনেক টিভি চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধি এই ক্লাবের সদস্য হতে না পারায় তারা দীর্ঘদিন ধরে ক্ষোভ জানিয়ে আসছিলেন। এ নিয়ে সাংবাদিকদের একাধিক পক্ষ জেলা প্রশাসনের কাজে লিখিত অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবকে সব সাংবাদিকের জন্যে উন্মুক্ত করার লক্ষ্যে গত ২২ জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো এক আদেশের মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে পাঁচ সদস্যে একটি এডহক কমিটি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, প্রেসক্লাবের নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত গঠিত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অন্তর্বর্তী সময়ের জন্যে প্রেসক্লাবের রুটিন দায়িত্ব পালন করবেন। আহবায়ক কমিটির অপর সদস্যরা হলেন বিটিভির জেলা প্রতিনিধি একেএম যোবায়ের, দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরণ, চ্যানেল ২৪ এর প্রতিনিধি মেসবাহ্ উল হক মিঠু ও এটিএন বাংলার প্রতিনিধি ফুয়াদ হোসেন।
বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
জেএম