বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় টাঙ্গাব ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু তাদের হাতে চাবি তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ৭৭ পদাতিক ব্রিগেডের মেজর রাশেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল প্রমুখ।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে পুনর্বাসিত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে স্বাবলম্বী করার কথাও জানান ইউএনও সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু।
বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএএএম/আরআর/জেএম
।