ডিবি পুলিশের পূর্ব (অবৈধ অস্ত্র) বিভাগের পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, নন্দীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে তালিকাভূক্ত সন্ত্রাসীরা অবস্থান করছে জেনে শুক্রবার ভোর ৪টায় ডিবি পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় কর্মকর্তাসহ মোট চারজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান গিয়াস উদ্দিন।
তিনি জানান, সোহেলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে খোরশেদের চার সহযোগীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজেডএস/এমআইএইচ/জেএম