একইসঙ্গে ধুলোবালি, হকার ও মাদকসেবীদের উৎপাত তো আছেই।
স্থানীয়দের পথ পারাপারে কোনো কাজেই আসছে না এ ফুট ওভারব্রিজ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সরেজমিনে এ মহাসড়কে অবস্থান করে দেখা গেল এমন চিত্র।
জানা যায়, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডের ঠিক সামনেই রাস্তা পারাপারের সুবিধার্থেই বছর দেড়েক আগে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক চার লেন প্রকল্পের আওতায় ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়।
কিন্তু নির্মাণের পরপরই এ ফুট ওভারব্রিজ রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে শুরু করে।
ওভারব্রিজের পুরোটাই রাজনৈতিক দল, ব্যবসা প্রতিষ্ঠান ও ওরস শরীফের ব্যানারে ঢাকা পড়ে যায়। এছাড়া রক্ষণাবেক্ষণ ও তদারকি না থাকায় ধুলোবালিতে একাকার এ ব্রিজ। রাতের বেলায় মাদকসেবীদের আড্ডা চলে। আর দিনের বেলায় হকারদের আখড়া হিসেবে ব্যবহৃত হয় এ ফুট ওভারব্রিজ।
দেখা গেল, মহাসড়ক পারাপারে পথচারীরা ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন না। নিজেদের ইচ্ছামতো ঝুঁকি নিয়ে পথচারীরা মহাসড়ক পার হওয়ায় বেকায়দায় পড়ে যান যানবাহনের চালকরা। এর ফলে বিভিন্ন সময়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
তবে স্থানীয়রা জানায়, ফুট ওভারব্রিজ ব্যবহারের আগ্রহ মরে যায় মূলত এটিকে শৌচাগার হিসেবে ব্যবহার করায়। ওভার ব্রিজের কোথাও কোথাও পড়ে রয়েছে ময়লা-আবর্জনা ও মানুষের মল। সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই বাতাসে উড়ে আসে ধুলোবালি।
এসব কারণেই ওভারব্রিজ এড়িয়ে চলাকেই নিরাপদ মনে করেন সবাই-- বলছিলেন দৌড়ে রাস্তা পার হওয়া দুই তরুণ জোবায়ের ও সালমান।
তাদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে নজর না দিলে ‘এ ফুট ওভারব্রিজে সহজে পাবলিকের পা পড়বে না। ’
ফুট ওভারব্রিজ ব্যবহারে সাধারণ পথচারীদের আগ্রহ কম বলে জানান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার। তিনি বাংলানিউজকে বলেন, ফুট ওভার ব্রিজ ব্যবহারে স্থানীয় জনসাধারণের সচেতনতা কম।
মহাসড়কের এ ফুট ওভারব্রিজের বেহাল দশার বিষয়ে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো: মাসুদ খান বাংলানিউজকে বলেন, ব্যানার-পোস্টারগুলো অপসারণে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে বলা হবে।
ফুট ওভারব্রিজে হকার ও মাদকসেবীদের উৎপাতের বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএএএম/জেএম