শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটক বাংলাদেশিদের মধ্যে ১৯ পুরুষ, ছয় নারী ও তিন শিশু রয়েছে।
দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস ছামাদ বাংলানিউজকে জানান, ইছামতি নদী পার হয়ে ভারত থেকে অবৈধভাবে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কৌশলে পালিয়ে যান পাচারকারীরা।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজেডএইস/আরবি/এসএইচ