ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় ২৮ বাংলাদেশি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় ২৮ বাংলাদেশি আটক বেনাপোল সীমান্তে ২৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক-ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক বাংলাদেশিদের মধ্যে ১৯ পুরুষ, ছয় নারী ও তিন শিশু রয়েছে।

তাদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তারা প্রত্যেকে ভারতের মুম্বাই শহরে বিভিন্ন বাসা-বাড়ি ও কারখানায় শ্রমিকের কাজ করতেন।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস ছামাদ বাংলানিউজকে জানান, ইছামতি নদী পার হয়ে ভারত থেকে অবৈধভাবে একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে‍, এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কৌশলে পালিয়ে যান পাচারকারীরা।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজেডএইস/আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।