ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাংশায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
পাংশায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি বিপুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. মোয়াজ্জেম ফকির (৩২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নাওরা বন গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মোয়াজ্জেম উপজেলার পাট্টা গ্রামের মো. আব্দুল মজিদ ফকিরের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মোয়াজ্জেমকে। এরপর তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন নাওরা বন গ্রামের বটতলা এলাকায় তার অবৈধ আগ্নেয়াস্ত্র রক্ষিত আছে।

পরে রাত আড়াইটার দিকে তাকে নিয়ে সেখানে অস্ত্র উদ্ধার করতে গেলে তার দলের অন্যান্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

তিনি আরও জানান, মোয়াজ্জেম চরমপন্থি বিপুল বাহিনীর সেকেন্ড ইন্ড কমান্ড। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলা, একটি চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।