শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো ই-মেইল বার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়।
এর আগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি বিদ্যুৎ কুমার রায় বাংলানিউজকে জানান, সুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করতেন।
এ ঘটনায় সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএস/আরবি/