ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় অপহৃত ৪০ জেলে উদ্ধার, ১৫ দস্যু আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
হাতিয়ায় অপহৃত ৪০ জেলে উদ্ধার, ১৫ দস্যু আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ হাতিয়ার মেঘনা নদী থেকে দস্যু সর্দার সালাহ উদ্দিনসহ ১৫ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় অপহৃত ৪০ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে মেঘনা নদীর চরগাংনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের বাড়ি কুতুবদিয়া, ঢালচর, নিঝুম দ্বীপসহ বিভিন্ন এলাকায়।

আটক দস্যুদের বাড়ি হাতিয়ায়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে দস্যুরা তিনটি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেন।

দু’দিন আগে দস্যুরা হাতিয়ার বিভিন্ন স্থান থেকে আরও ২০ জেলেকে অপহরণ করেন। পরে তাদের চরগাংনিতে নিজেদের আস্তানায় আটকে রেখে স্বজনদের কাছে বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবি করেন।
 
খবর পেয়ে ভোরে কোস্টগার্ড দস্যুদের আস্তানায় অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে জেলেদের তিনটি ট্রলার, আটটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।