ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাতিবান্ধায় পর্ণোগ্রাফি সরবরাহ করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
হাতিবান্ধায় পর্ণোগ্রাফি সরবরাহ করায় যুবকের কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় পর্ণোগ্রাফি সরবরাহ করায় আশরাফুল আলম (৩০) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ রায় দেন হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির। আশরাফুল উপজেলার পশ্চিম নওদাবাস এলাকার আতিয়ার রহমানের ছেলে।

হাতিবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র বাংলানিউজককে জানান, কম্পিউটারে পর্ণোগ্রাফি রেখে বাজারে সরবরাহ করে আসছে এমন খবরের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে নওদাবাস বাজারে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। এসময় তার ব্যবহৃত কম্পিউটারটি জব্দ করা হয়।

পরে আটক যুবককে শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
 
হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সাজার আদেশপ্রাপ্ত যুবককে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।