শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লবজতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।
আহতরা হলেন- নিহত শিশুর দাদা ছাদেক আলী (৪৫), দাদি আলেকজান (৪০) এবং অটোরিকশা চালক হাবিবুর রহমান (৩৩)।
ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়ে যান চালক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি (যশোর মেট্রো-ট-১১-০৯৬৮) উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আব্দুস সালাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক চালক ও হেলপারকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এসএস/ওএইচ/টিআই