ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তানোরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
তানোরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নামে দশ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লবজতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।

পর অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- নিহত শিশুর দাদা ছাদেক আলী (৪৫), দাদি আলেকজান (৪০) এবং অটোরিকশা চালক হাবিবুর রহমান (৩৩)।

ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়ে যান চালক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি (যশোর মেট্রো-ট-১১-০৯৬৮) উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আব্দুস সালাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক চালক ও হেলপারকে আটকের চেষ্ট‍া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এসএস/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।