ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে নাশকতা মামলার ৪ আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
লক্ষ্মীপুরে নাশকতা মামলার ৪ আসামি কারাগারে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নাশকতা মামলার চার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- চন্দ্রগঞ্জ থানার শিবপুর এলাকার চৌধুরী মিয়ার ছেলে মো. মাকসুদ (২৫), পাঁচপাড়া গ্রামের গোফরান মোল্লার ছেলে মো. ইউছুফ মোল্লা (৩০), বাসুদহিতা গ্রামের নুর নবীর ছেলে নুর আলম টিপু (৪৫) ও একই গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে মনির হোসেন (৩৪)।

চন্দ্রগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাখাওয়াত বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে ওই চার আসামিকে গ্রেফতার করা হয়।

তারা বিএনপি-জামায়াতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।