ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে বাস-ট্রাকের সংর্ঘষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
শেরপুরে বাস-ট্রাকের সংর্ঘষে নিহত ২ শেরপুরে বাস-ট্রাকের সংর্ঘষে নিহত ২/ছবি-বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের হেলপার নিহত হয়েছেন।

আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।  আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসের হেলপার নওগাঁর বেজাহার গ্রামের আফজাল হোসেনে ছেলে ‍দুলাল (৪০)। তবে নিহত ট্রাক চালকের নাম ও পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে আটজনের নাম পাওয়া গেছে। এরা হলেন নওগাঁর মহাদেবপুরের বাবুল (৪৮), এশিয়া খাতুন (৫০), একই জেলার রানীনগরের রহিদুল (৩৫), পত্নীতলার শামছুদ্দিন (৩০) রংপুরের মিঠাপুকুরের লিলি (৫০), নওগাঁর আত্রাইয়ের হারুন (৩৫), জয়পুরহাটের আক্কেলপুরের আজদুল (৪০) ও একই এলাকার সোহেল (৩৫)।  

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭/আপডেট: ১৬১২
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।