শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চরএলাহীর নারিকেল ব্যাপারির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লোকমান হোসেন চরকাঁকড়া ছয় নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দু’টি মোটরসাইকেলে করে তারা নারিকেল ব্যাপারির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল দু’টি পাশাপাশি চলছিলো। হঠাৎ বাহন দু’টির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে চার আরোহী গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা সোহাগকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বাংলানিউজকে জানান, আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি/এইচএ/