ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কালনা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
কালনা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি কালনা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে অতন্ত তিন শতাধিক যানবাহন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কালনা ঘাটের ফেরি ইজারাদার মনজুরুল ইসলাম মঞ্জু ‍বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, মাগুরার সীমাখালী ব্রিজ ভেঙে যাওয়ায় ওই পথে চলাচল করা যানবাহনের একটি অংশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরি ঘাট দিয়ে নড়াইল হয়ে যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা এলাকায় যাচ্ছে।

আর এ কারণে তিনদিন ধরে মধুমতি নদীতে কালনা ফেরিতে গাড়ির চাপ বেড়েছে। দু’টি ফেরি চালিয়েও যানবাহনের অতিরিক্ত চাপ কমানো যাচ্ছে না। যে কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও যত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো পারাপার হতে পারছেনা। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়া মধুমতি নদীতে পানি কমে যাওয়ায় অসংখ্য ডুবো চরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।