শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া নদীর খালগোড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মালেকের বাড়ি বরিশালের সাহেবেরহাট এলাকায়।
বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিককে কিংবা ডুবে যাওয়া কার্গো উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকার তেতুলিয়া নদীর খালগোড়া পয়েন্টে একটি লঞ্চের সঙ্গে মারিয়া অ্যান্ড আরাফাত নামে একটি কার্গোর ধাক্কা লাগে। এতে কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গোর ৩ শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও মালেক নামের অপর এক শ্রমিক কেবিনে আটকে পড়ে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ শ্রমিককে এখনো উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরএ