ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
দেবিদ্বারে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার দেবিদ্বারে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার-ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি মো. রবিউল ওরফে রবিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

রবিউল উপজেলার রসুলপুর গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আসামির বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন খবরের ভিত্তিতে ভোরে তাকে আটক করা হয়। বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।