ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ভেড়ামারায় প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত ইয়াসিন (৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়াসিন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, ৬ জানুয়ারি রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে রাজ্জাক ও তার সহযোগীরা ইয়াসিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
 
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ইয়াসিনকে কুপিয়ে জখম করার ঘটনায় রাজ্জাককে প্রধান আসামি করে ৮ জানুয়ারি ১৫ জনের নামে মামলা দায়ের করেছিলেন ইয়াসিনের ছেলে জাকির প্রামাণিক।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।