শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের পানের বরজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজাদ ওই গ্রামের ইসমাইল আকনের ছেলে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বাংলানিউজকে জানান, স্থানীয়রা পান বরজের কাছে আজাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময় : ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএস/আরএ