শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া খেয়াঘাট থেকে পোনাগুলো জব্দ করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ডের গোয়েন্দা শাখার প্রধান (এলএস) আব্দুল্লাহ আল হীরা বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিশানবাড়ীয়া খেয়াঘাট থেকে তিনটি ড্রামে থাকা ১ লাখ বাগদা পোনা জব্দ করা হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পোনা চোরা চালানকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি