ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ১ লাখ বাগদা পোনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
পাথরঘাটায় ১ লাখ বাগদা পোনা জব্দ

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার দশ নম্বর নলটোনা ইউনিয়ন থেকে এক লাখ বাগদা পোনা (চিংড়ি) জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া খেয়াঘাট থেকে পোনাগুলো জব্দ করা হয়।

পাথরঘাটা কোস্টগার্ডের গোয়েন্দা শাখার প্রধান (এলএস) আব্দুল্লাহ আল হীরা বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিশানবাড়ীয়া খেয়াঘাট থেকে তিনটি ড্রামে থাকা ১ লাখ বাগদা পোনা জব্দ করা হয়।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পোনা চোরা চালানকারীরা পালিয়ে যাওয়ায় ‍তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।