মাদারীপুর: মাদারীপুরের শিবচরে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারের ৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুতুবপুরের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে ৪২ জন যাত্রী নিয়ে শিবচরের কুতুবপুরের পীর আব্দুল মোহাম্মদ হাসানের বাড়িতে আসছিলেন মুরিদরা। কুতুবপুরের কাঁঠালবাড়িতে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
এ সময় স্পিডবোটের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ট্রলারের ৮ যাত্রী আহত হন। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।