শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলোর স্বামী রনি জানান, স্ত্রী ও ছেলে রোজনসহ যাত্রাবাড়ীর একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে গেন্ডারিয়া শহীদনগর ফিরছিলেন।
এদিকে ফার্মগেট আজাগলিতে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন (২০) মৃত্যু হয়।
সহকর্মী সাব্বির হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ওই ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। এসময় সহকর্মীরা ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশবক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ২টি ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজেডএস/এসএইচ