এসময় বরিশালের কৃতী সন্তান বাংলাদেশ ক্রিকেটের গৌরব মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বীকে ‘বরিশাল জেলা প্রশাসন পদক ২০১৭’ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে মেলার উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক।
অনুষ্ঠানে বরিশালের দুই কৃতি সন্তানকে জীবনানন্দ পদক-২০১৭ প্রদান এবং আরও দুইজনকে বরিশাল জেলা প্রশাসন পদক ২০১৭ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সাহিত্য ও সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রেখে বরিশাল জেলাকে আলোকিত করায় নিখিল কুমার সেনগুপ্ত ও বাংলা কাব্য সাহিত্যের সমৃদ্ধিতে অনবদ্য অবদান রেখে বরিশাল জেলাকে আলোকিত করায় আসমা চৌধুরীকে ২০১৭ সালের জীবনানন্দ পদকে ভূষিত করা হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তম ব্যবহার, জনগণকে সংগঠিত ও গঠনমূলক নেতৃত্বের মাধ্যমে টাঙ্গাইল জেলার লৌহজং নদী উদ্ধারে অনবদ্য অবদান রেখে বরিশাল জেলার কৃতিসন্তান হিসেবে বরিশাল জেলাকে আলোকিত করায় মো. মাহবুব হোসেনকে ও বিভিন্ন মাধ্যমে বরিশাল জেলাকে আলোকিত করায় আবু জাফর রিপনকে জেলা প্রশাসন পদক ২০১৭ ভূষিত করা হয়েছে।
কবি জীবনানন্দ দাশকে শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করতে কবির ১১৮তম জন্মবার্ষিকীতে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে মেলায় ১টি প্যাভেলিয়নসহ ৩০টির বেশি স্টল বসেছে। স্টলগুলোতে বরিশালের সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের নানান দিক তুলে ধরা হয়েছে।
এদিকে, শুক্রবার সকালে সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে জীবনানন্দ মেলা প্রাঙ্গণে কবির জন্ম দিবসে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কলেজ কর্তৃপক্ষ। পরে সেখানে আয়োজিত জীবনানন্দ মেলার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএস/এজি/আরএ