শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাঁঠালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রকাশ বালাগ্রাম ইউনিয়নের ছিট মীরগঞ্জ গ্রামের মৃত শুধু রাম রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁঠালী থেকে একটি ট্রলি বালু নিয়ে বালাগ্রাম ইউনিয়নের সাইডনালা বাজারে যাচ্ছিল। পথে কাঁঠালী বাজারের পাশে চালক ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রলিটি উল্টে রাস্তার পাশে খাদে পরে ঘটনাস্থলেই প্রকাশের মৃত্যু হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি/আরএ