ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
সাতক্ষীরায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে সাতক্ষীরায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় তিনটি গ্রুপে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্র শিল্পী এম.এ জলিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্বাচিত চিত্রগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারিতে প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।