শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় পাগলা থানা এলাকার নিগুয়ারী ইউনিয়নের সুতারচাপুর বাজারের রতন মিয়ার কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, মুহূর্তেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রতন মিয়া বাংলানিউজকে বলেন, ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও তিনটি বাড়ি পুড়ে যাওয়ায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএএএম/আরআইএস/এমজেএফ