শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নগরীর উপশহর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ।
তিনি জানান, উপশহর পয়েন্টে একজন শ্রমিককে মারধরের ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই এলাকায় ব্যারিকেড দিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে কয়েকজন আহত হন।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এএটি/এইচএ/