ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কয়েকজন আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
সিলেটে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কয়েকজন আহত

সিলেট: সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পরিবহন শ্রমিকরা। শফিক মিয়া নামে এক পিকআপ ভ্যানের চালককে মারধরের জেরে শ্রমিকদের ব্যারিকেড ও ভাঙচুরে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

শুক্রবার (১৭  ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নগরীর উপশহর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ।

তিনি জানান, উপশহর পয়েন্টে একজন শ্রমিককে মারধরের ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই এলাকায় ব্যারিকেড দিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে কয়েকজন আহত হন।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।