শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পাগলা উত্তর রসুলপুর এলাকার নুরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন বাংলানিউজকে মামলার খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ওই মামলায় মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন ও ইমরানের বোন ইতি আক্তার ও ভগ্নিপতি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা ও ঢাকার কদমতলী থানা এলাকার সীমান্তবর্তী এলাকা পাগলার উত্তর রসুলপুরে দীর্ঘদিন ধরে এলাকার বিল্লাল হোসেন ও ইমরান নামে দুই সন্ত্রাসী মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ব্যাপারে এলাকাবাসী প্রতিবাদ করলে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় উত্তর রসুলপুর এলাকায় সন্ত্রাসীরা নেতৃত্বে এলাকাবাসীর ওপর হামলা চালায়।
এ সময় তারা গুলি ও বোমা ছুড়ে। তাদের ছোড়া বোমার আঘাতে নাসির উদ্দিন, অলি মিয়া, রাসেল, রতন ও চা দোকানদার কবির শেখসহ অন্তত ১০জন আহত হন।
এরপর সন্ত্রাসীরা কবির শেখের চা দোকানে বোমা ও অলির বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। একই সময় আরও কয়েকটি বাড়িতে ভাঙচুর করেন তারা।
এরপর এলাকাবাসী ও কদমতলী থানা ও ফতুল্লা মডেল থানা পুলিশ ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যান।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ত্রাসী পার্শ্ববর্তী কদমতলী থানা এলাকা থেকে ফতুল্লায় এসে হামলা চালিয়েছে। কদমতলী থানা পুলিশ জানিয়েছে সন্ত্রাসী বিল্লাল হোসেন ও ইমরানসহ প্রায় অর্ধশতাধিক আসামির বিরুদ্ধে মামলা রয়েছে। তারা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এএটি/এমজেএফ