শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৯৯০) রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক হয়ে পাংশা থেকে রাজবাড়ী শহরের দিকে আসছিলো।
পথে কালুখালী উপজেলার গড়িয়ানা নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকটি রাস্তার পাশে রেখে পালিয়ে যান। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
জেডএস