ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কালুখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
কালুখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীর কালুখালীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী (৩০) নিহত হয়েছেন। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৯৯০) রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক হয়ে পাংশা থেকে রাজবাড়ী শহরের দিকে আসছিলো।

 

পথে কালুখালী উপজেলার গড়িয়ানা নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।  

তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকটি রাস্তার পাশে রেখে পালিয়ে যান। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।