শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টায় পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সুরাইয়া আক্তার নারায়ণগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো।
নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহতের বাবার দাবি পড়াশোনা নিয়ে বকাঝকা করায় অভিমানে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
তবে স্থানীয় একটি সূত্র জানায়, সুরাইয়ার বিয়ের কথা চলছিল। এখন কাবিন করে দুই বছর পর বরের বাড়িতে তুলে দেওয়া নিয়ে কথাবার্তা চলছিল। ওই কারণেই হয়তো সে গলায় ফাঁস দিয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
জেডএস