ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
নাটোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোর: নাটোর শহরের চৌধুরী বড়গাছা এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ ইমরান বিশ্বাস (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫) সদস্যরা।
 
 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

আটক ইমরান বিশ্বাস শহরের চৌধুরী বড়গাছা মহল্লার আকরাম বিশ্বাসের ছেলে।


 
ৠাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ইমরান বিশ্বাস এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সন্ধ্যায় ইমরান বিশ্বাস শহরের চৌধুরী বড়গাছা এলাকার জনৈক মোনায়েম খানের বসতঘরের পেছনে ইয়াবা বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ ইয়াবা বিক্রির দুই হাজার ৫৪০ টাকা পাওয়া যায়। এ ঘটনায় রাতে ইমরানের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।