ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে জামাইয়ের হাতে শ্বশুর খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
মাধবপুরে জামাইয়ের হাতে শ্বশুর খুন

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে জামাইয়ের হাতে শ্বশুর কামাল মিয়া (৫৫) খুন হয়েছেন। এ ঘটনায় শ্বাশুড়ি, শ্যালিকাসহ চার জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিন বছর আগে শায়েস্তাগঞ্জ থানার সোরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে সাজু মিয়ার (৩০) সঙ্গে রতনপুর গ্রামের কামাল মিয়ার মেয়ে নুর জাহানের বিয়ে হয়।

এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। এরই জের ধরে সকালে সাজু মিয়া ও তার কয়েকজন সহযোগী রতনপুর গ্রামে তার শ্বশুর বাড়ি গিয়ে কামাল মিয়াকে কুপিয়ে জখম করেন। এসময় সাজুকে ঠেকাতে গিয়ে কামাল মিয়ার স্ত্রী সাহেরা খাতুন (৪৩), মেয়ে নুর জাহান (২৫), নেক জাহান (১৮) ও ভাগিনা স্বপন মিয়া (১৯) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ কামাল মিয়ার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সাজুকে ধরতে পুলিশের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭ আপডেট: ১৩০৯ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।