আহতদের কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়।
ঝিনাইগাতী পাইলট স্কুলের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ থেকে পিকনিক শেষে বাসায় ফিরছিলেন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)।
তারাকান্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বাস উল্টে রাস্তার পাশে পড়ে যায়, এতে শিশুসহ ২০-২৫ জন আহত হয়।
তবে পিকনিক বাসটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জেলার বাইরে গিয়েছিল কি না এমন প্রশ্নে উত্তর দিতে পারেননি ওসি।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমএএএম/আইএ