শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- টিন ব্যবসায়ী মো. আবুল বাশার খান, ফার্নিচার ব্যবসায়ী সুজিত শর্মা, প্লাস্টিক ব্যবসায়ী রশিদ মোল্লা, গার্মেন্টস পোশাক ব্যবসায়ী ইমরান হোসেন, ইদ্রিস আলী, স্বর্ণ ব্যবসায়ী শংকর কর্মকার, ঔষুধ ব্যবসায়ী আবুল শেখ ও টেইলার্সের দোকানী সুদেব রায়।
স্থানীয়রা জানান, ভোরে বাজারের একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আবুল বাশার খান বাংলানিউজকে বলেন, ভোরে মোবাইলে ফোন আসে আমার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে আমি দ্রুত বাজারে গিয়ে দেখি আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
তার দাবি অগ্নিকাণ্ডে তিনিসহ ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহজারুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এনটি