শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের উপজেলা পরিষদের সামনের এ দুর্ঘটনা ঘটে। সিয়াম কোটালীপাড়া উপজেলার উলাহাটি গ্রামের জাহিদ হোসেনের ছেলে ও কমলকুড়ি বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বাংলানিউজকে জানান, স্কুলছুটি শেষে সিয়াম বাড়ি ফিরছিল। সে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে আসলে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী লোকাল বাস সিয়ামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। এ ঘটনার খবর স্কুল ও এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘাতক বাসের চালককে আটক করেছে।
এ ঘটনার পর উত্তোজিত জনতা চার ঘণ্টা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ করে রাখে। অপ্রতিকর ঘটনা এড়াতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানানি তিনি।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭ আপেডট: ১৩১২ ঘণ্টা
এনটি/এটি